• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘আমার জোটও নাই, মহাজোটও নাই; কিন্তু ইশতেহার আছে’

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩৯
মোস্তফা সরয়ার ফারুকী
ফাইল ছবি

দেশজুড়ে যে কেবল শীতের হাওয়া বইতে শুরু করেছে তা না, ভোটের হাওয়াও বইতে শুরু করেছে। জোট-মহাজোট হচ্ছে! জোটগুলোর থিংকট্যাংকরা ইশতেহার রচনা করতে শুরু করেছে নিশ্চয়ই।

আমার জোটও নাই, মহাজোটও নাই। কিন্তু ইশতেহার একটা আছে।

সম্পর্কিত খবর

শীঘ্রই ঘোষণা করবো সেই ইশতেহার।

আমি মনে করি, প্রতিটা নাগরিক যার যার ব্যক্তিগত ইশতেহার ঘোষণা করতে পারেন তার তার ফেসবুকে। কেমন রাষ্ট্র চাই, কেমন রাজনীতি চাই, এইসব কথা আমাদের জোরেসোরে বলা উচিত যাতে করে রাজনৈতিক জোটগুলা আমাদের আকাঙ্খাকে গুরুত্ব দেন, তাদের কর্মপরিকল্পনায় সেগুলাকে ঠাঁই দেন।

আপনি এই দলকে ভোট দেন বা ঐ দলকে দেন, এই দল জিতুক বা ঐ দল জিতুক, আপনার চাহিদাপত্র পেশ করার এই সুযোগ।

মনে রাখবেন, নির্বাচন কথার কথা নহে। নির্বাচন রাষ্ট্রের চরিত্র বিন্যাসের বিরল সুযোগ।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

-একে

মোস্তফা সরয়ার ফারুকী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close