• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুকে যে মেসেজ হতে সাবধান!

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৬:২৩ | আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

ফেসবুক ফ্রেন্ড লিস্টে নাম থাকা সত্ত্বেও একই ব্যক্তির থেকে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তহলে মনে করবেন আপনার সঙ্গে প্রতারণার ফাদ পাতা হচ্ছে।আসলে কোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে না। এটি একদম একটি হোক্স বা ধাপ্পাবাজি বলে জানা গেছে।

ভাইরাল হওয়া এই মেসেজটি বেশ কয়েকদিন যাবৎ পাচ্ছেন অনেকে।এর কারণ বেশিরভাগ মানুষই মেসেজ না পড়ে তা ফরোয়ার্ড করে দেন। তবে সান্ত্বনার কথা এটাই যে, এই মেসেজের ফলে কোনও অ্যাকাউন্টেরই ক্ষতি হবে না। এটা নিছকই একটি ভুল মেসেজ। যদিও এখনও পর্যন্ত ফেসবুকের তরফ থেকে এই মেসেজ নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

সম্পূর্ণ মেসেজটি নিচে দেওয়া হলো:

“Hi… I actually got another friend request from you yesterday… which I ignored so you may want to check your account,” it reads. “Hold your finger on the message until the forward button appears… then hit forward and all the people you want to forward too… I had to do the people individually. Good Luck!”

ফেসবুক,ভাইরাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close