• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বিএনপিকে শুধু ক্ষমতার বাইরে নয়, রাজনীতির বাইরে রাখতে হবে’

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৮:০১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে রাজনৈতিক লেনদেন বন্ধ করতে হবে। বিএনপিকে শুধু ক্ষমতার বাইরে নয়, তাদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে। যারা খুনি চক্র বিএনপি-জামায়াতের সাথে ঐক্যের নামে জাতীয় ঐক্য করছে, তারা জাতির সাথে ঐতিহাসিক রাজনৈতিক বেইমানি করছে। এই বিশ্বাস ঘাতকরা প্রকারান্তে রাজাকার, জঙ্গি ও খুনিদের পক্ষ নিলো।’

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি রাষ্ট্রযন্ত্রের একাংশ ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। বিএনপি খুন করায় এবং খুনিদের আশ্রয় দেয়।

তিনি বলেন, ‘পাকিস্তানিরা ৭১ সালে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা ও হত্যাযজ্ঞ চালিয়ে প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করেতে চেয়েছিল বিএনপি সেই নীতি গ্রহণ করেছে। আমি মনে করি বিএনপি মোটেই বদলায়নি। খুনিদের রক্ষা ও সুরক্ষা করাই বিএনপির কাজ।’

ইনু বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে বিএনপি দলগতভাবে মোটেও বদলায়নি। বিএনপি এই রায়কে ফরমায়েশি রায় বলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি জজ মিয়াকে দিয়ে ফরমায়েশি মামলা সাজিয়েছিল। এই রায়ের মধ্য দিয়ে ফরমায়েশি মামলার নাটকের স্বরূপ উন্মোচিত হয়েছে। সত্য বের হয়ে এসেছে। এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে এটা একটা জঘন্য হত্যাকাণ্ড।’

১৪ দলের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

হাসানুল হক ইনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close