• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ রাব্বি

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ২০:৩৭ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফজলে রাব্বি। এছাড়া ফের দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

৩০ বছর বয়সী ফজলে রাব্বি অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ। ৮০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। পারফরম্যান্সও ভালো। ৪ সেঞ্চুরি ও ১২ হাফসেঞ্চুরিতে বরিশাল বিভাগের এই ক্রিকেটারের সংগ্রহ ২ হাজার ২০০ রান। গত জুলাই ও আগস্টে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দারুণ ব্যাটিং করেছিলেন। সাতটি ম্যাচ খেলে করেছেন তিনটি হাফসেঞ্চুরি।

২১ অক্টোবর মিরপুরের অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ চট্টগ্রামে ২৪ ও ২৬ অক্টোবর। এছাড়া দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল।

১৫ সদস্যের বাংলাদেশ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফ উদ্দিন, ফজলে রাব্বি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড,জিম্বাবুয়,ফজলে রাব্বি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close