• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রেমিকার ২২ শর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল!

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৬ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:০৬
পূর্বপশ্চিম ডেস্ক

সম্পর্ক ঠিক করার জন্য প্রেমিককে ২২টি কঠোর শর্ত দিয়েছেন এক প্রেমিকা । যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড়। শর্তগুলো টাইপ করে তালিকা আকারে নানা রঙের কালি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক।

সম্প্রতি নিজের টুইটারে প্রেমিকার দেওয়া কঠোর শর্তগুলো পোস্ট করেছেন সেই প্রেমিক। প্রেমিক চাইলেই কী কী করতে পারবে না তা সাফ জানিয়ে দিয়েছেন ওই তালিকায়।

২২টি শর্তের মধ্যে ছিল- অবশ্যই ১০ মিনিটের মধ্যে ম্যাসেজের রিপ্লাই দিতে হবে, কোনো মেয়ের দিয়ে তাকানো যাবে না, কোনো নারীর ফোন নাম্বার মোবাইলে রাখা যাবে না, যেকোনো সময় মোবাইল চেক করার অধিকার তার থাকবে, তার সঙ্গে থাকাকালীন মদ্যপান করা যাবে না।এক সপ্তাহে দুবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া যাবে না, কখনও রেগে যাওয়া যাবে না এবং দিনে একবার তাকে 'ভালোবাসি' বলতে হবে।

শর্তের মধ্যে আরও ছিল- তাদের ঘোরাঘুরির মধ্যে কোনো বন্ধু কিংবা আত্মীয় কাউকে আনা যাবে না। এমনকি নিজেদের মধ্যে আলাপচারিতার সময় অন্য কারো নাম পর্যন্ত নেওয়া যাবে না।

ঝড়ের গতিতে টুইট করা ছবির নিচে নেতিবাচক রিটুইট দেখে সঙ্গে সঙ্গেই সেটি ডিলিট করে দেন ওই ব্যক্তি। তবে ততক্ষণে তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে ভাইরাল হয়ে যায়।

এমন কঠোর শর্তগুলোকে বেশিরভাগ লোক অগ্রহণযোগ্য হিসেবে নিয়েছে। একজন লিখেছেন, ‘এর মাধ্যমে সত্যিকার অর্থে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি মোটেও সহজভাবে নেওয়া উচিত নয়।’

অন্যজন লিখেছেন, ‘বিষয়টি অদ্য রোমান্টিং কিংবা সুইট নয়। এটি নিয়ামক ছাড়া আর কিছুই না।’ অপরজন লিখেছেন, ‘পারিবারিক সহিংসতার সূত্রপাত ঘটে এভাবেই।’

ভাইরাল,টুইটার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close