• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ছেলে ঢাবির গ্রেজুয়েট, রিক্সাচালক বাবার যে ছবি ভাইরাল

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ১২:১২ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৩:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

নিজে রিক্সাচালক কিন্তু তার ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এমন এক গর্বিত বাবার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

শাহরিয়ার সোহাগ নামের এক চিত্রগ্রাহক বুধবার (৩ অক্টোবর) রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। তারপরই তার তোলা ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়ে যায়।

সম্পর্কিত খবর

    শাহরিয়ার সোহাগ তার পোস্টে লিখেছিলেন,

    “নিজে রিক্সাচালক, তবে সন্তান তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট।

    গর্বে মুখে তাঁর প্রশস্ত হাসি।

    সন্তানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।

    ছবি: শাহরিয়ার সোহাগ। কলাভবন, ঢা.বি.”

    ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এমন বাবাকে স্যেলুট জানিয়ে নানা মন্তব্য জুড়ে দিচ্ছেন।

    শেখ মারুফ নামের একজন লিখেছেন, “স্যালুট_বাবা, মনটা খারাপ ছিল ছবিটি দেখে ভালো হয়ে গেলো।

    কষ্টের প্যাডেল ঘুরানোর টাকায় ছেলেকে পড়িয়েছেন আইন বিভাগে,

    আজ তার ছেলে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাবির গ্রাজুয়েট, এই বাবার জন্য শ্রদ্ধায় মাথা নুয়ে আসে

    ....

    গর্বিত সন্তানের গর্বিত বাবা আপনি। স্যালুট বাবা”

    রাফা নায়েম পাটোয়ারী নামের একজন লিখেছেন, “নিজে রিক্সাচালক তো কি হয়েছে,তার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এমন সব বাবাদের অক্লান্ত পরিশ্রমই তৈরী করে শতশত গ্রাজুয়েট।”

    মারুফ ফারহান নিলয় নামের একজন লিখেছেন, “বাবা রিক্সাচালক। পড়িয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ তার ছেলে গ্র‍্যাডুয়েটস। তাই বাবাকে স্যালুট করছে ছেলে এবং নিজের গাউন বাবাকে পড়িয়েছে। গর্বিত বাবা।”

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close