• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদিতে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির ট্রেন উদ্বোধন

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮
আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে উচ্চগতিসম্পন্ন ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) পবিত্র নগরী মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী ‘হারামাইন এক্সপ্রেস’ নামে এই উচ্চগতিসম্পন্ন ট্রেনটির দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ উদ্বোধন করেন। মক্কা থেকে মদিনায় যাবার এই যাত্রীবাহী ট্রেনের নাম হারামাইন এক্সপ্রেস। খবর আল-জাজিরা, খালিজ টাইমস।

মাত্র দুই ঘণ্টায় উচ্চ গতি সম্পন্ন ট্রেন হারামাইন এক্সপ্রেস ৪৫০ কিলোমিটার (২৮০মাইল) পথ পাড়ি দিয়ে যাত্রীদের নিয়ে মক্কা থেকে জেদ্দার রেড সি পোর্ট হয়ে মদিনায় পৌঁছে দেবে। আগামী ৪ অক্টোবর থেকে নিয়মিত যাত্রী পরিবহন করবে হারামাইন এক্সপ্রেস।

হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদেরকে ২ ঘণ্টার সার্ভিস প্রদান করবে। ৩৫টি ট্রেন দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ প্রকল্পটিতে প্রায় ১৬ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে।

এই এক্সপ্রেস আগামী বছর হজে মক্কা থেকে মদিনায় ২ মিলিয়ন হজ যাত্রীকে পরিবহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেন যোগাযোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয় বড় পরিবহন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান রেল যোগাযোগ প্রকল্প পরিচালক মোহাম্মদ ফালাহ।

সৌদি আরব,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close