• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌নগরবাসী না ঘুমালে ঘুমাতে যান না মেয়র জাহাঙ্গীর

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

‌নগরবাসী না ঘুমালে ঘুমাতে যান না গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানান গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাসেল গাজী।

সম্পর্কিত খবর

    ওই পোস্টে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে মেনশন করে তিনি লিখেছেন, “নগরবাসী ঘুমাইলে আমি ঘুমাইতে যাই, নয়তো আমার ঘুম হয় না।”

    উল্লেখ্য, গাজীপুর দেশের ঐতিহাসিক শহরগুলোর মধ্যে অন্যতম। ভাওয়াল জমিদার ১৮ শতকের প্রথম দিকে এ শহরের গোড়াপত্তন ঘটান। ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং ৬টি ইউনিয়ন (কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, গাছা ও পূবাইলসহ ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা) নিয়ে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন।

    সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী। এই সিটিতে বিভিন্ন জেলার প্রায় ৩৫ লাখ লোকের বসবাস।

    গত ২৬ জুন শিল্প-অধ্যুষিত এই বৃহৎ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মো. জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার পান ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close