• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এবার নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

হোয়াটসঅ্যাপ এই প্রথম নোটিফিকেশানেও ছবি দেখানো শুরু করেছে। এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে কাজ করবে। তবে জিআইএফ ও ভিডিওতে কাজ করবে না এই ফিচার।

ইতিমধ্যেই সব পিক্সেল ফোনে পৌঁছে গেছে এই আপডেট।

এর আগেও ইনিলাইন ইমেজ পরীক্ষা করেছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিসটি। কিন্তু নতুন এই ফিচারে নোটিফিকেশানে ছবি এক্সপ্যান্ড বা কলাপ্স করা যাবে। আপাতত হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা এই ফিচার পরীক্ষা করছেন। এর সঙ্গে এই বিটা আপডেটে নতুন বিস্কুট স্টিকার প্যাক যোগ করেছে হোয়াটসঅ্যাপ।

অ্যানড্রয়েড পুলিশ এ প্রথম এক রিপোর্টে নতুন এই ফিচারের কথা প্রকাশিত হয়েছে। এই মুহুর্তে বাজারে থাকা প্রায় সব ফোনেই অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চলে। যার কারণে গ্রাহকরা চাইলেই এই ফিচারটি উপভোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ,অ্যানড্রয়েড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close