• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

বিজেপি নেত্রীদের গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার!

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৯ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৩
প্রসেনজিৎ দাস, ভারত প্রতিনিধি

হরিয়ানায় বাড়তে থাকা ধর্ষণের প্রতিবাদে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি৷ প্রবল সমালোচনা করেন, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এরপর যা বললেন এই আপ শীর্ষ নেতা, তা কেবল বিতর্কেরই জন্ম দেয়নি৷

অরবিন্দ কেজরিওয়ালের দলকে ফেলে দিয়েছে চরম লজ্জার মুখে৷ নিন্দায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন হরিয়ানার আপ প্রধান নবীন জয়হিন্দ৷সম্প্রতি হরিয়ানার মহেন্দ্রপুর জেলার কনিনা গ্রামে গণধর্ষণের শিকার হন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক মেধাবী ছাত্রী৷ টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে ধর্ষণ করা হয় তাঁকে৷

সিবিএসই পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ১৯ বছরের ওই ছাত্রী৷ পুলিশের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার৷ দোষীদের কড়া শাস্তির দাবি করেন ছাত্রীর মা৷ এমনকী ক্ষতিপূরণ বাবদ হরিয়ানা সরকার দু’লক্ষ টাকা দিতে গেলেও তা ফিরিয়ে দেয় নির্যাতিতা তরুণীর পরিবার৷ এরপরেই মনোহরলাল খাট্টার সরকারের বিরুদ্ধে সরব হন নবীন জয়হিন্দ। অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷

ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ রাজ্য সরকার৷ রাজ্যে অসুরক্ষিত মহিলারা ৷এই পর্যন্ত রাজনৈতিক বক্তব্য পেশ করলেও এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন হরিয়ানার আপ প্রধান৷ নিদান দেন, যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করার৷ বলেন পুরস্কার হিসাবে ধর্ষকদের ২০ লক্ষ টাকা দেবেন তিনি৷

নবীনের এই মন্তব্যের পরেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ আপ নেতার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা ও নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল৷ এমনকী নিজের দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন নবীন জয়হিন্দ৷ আপ নেত্রী অতিশী বলেন, নবীনের তোলা প্রসঙ্গটি ন্যায্য হলেও, যেভাবে সেটি উপস্থাপনা করা হয়েছে তা কখনওই সমর্থনযোগ্য নয়৷

গণধর্ষণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close