• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৩ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮
জামালপুর প্রতিনিধি

যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

যমুনার পানি ইসলামপুরের কুলকান্দি পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার কয়েক’শ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়-খাল, মাঝিপাড়া, খোলাবাড়ি গুচ্ছগ্রাম, চর ডাকাতিয়া, খোলাবাড়ি বাজার, ইসলামপুরের বেরকুশা, মধ্যে বেলগাছা, আজমবাদ, বামনা, ডেবরাইপেচ, দেওয়ানপাড়া, মন্নিয়া, বরুল ও সিন্দুরতলী গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

ইসলামপুরের চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তার ইউনিয়নের ১০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, শুধু বন্যা নয় এসব এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মেহিদী হাসান টিটু জানান, বন্যার্তদের জন্য সরকারের সকল সহযোগিতা প্রস্তুত রয়েছে।

এছাড়াও অব্যহতভাবে পানি বৃদ্ধিতে মাদারগঞ্জের বেশ কয়েকটি এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানি যমুনার ইসলামপুরের কুলকান্দি পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, ইতোমধ্যে কয়েক’শ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

ওএফ

বন্যা,জামালপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close