• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

তালিকায় ১ লাখ ৬০ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছেন। প্রাথমিক আবেদনে নির্বাচিত ভর্তিচ্ছুদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়াও সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন প্রকিয়া সম্পন্ন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, প্রথম মেয়াদে তালিকাভূক্ত ভর্তিচ্ছুরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে ইউনিট প্রতি নির্ধারিত সংখ্যা পূরণ না হলে দ্বিতীয় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

আবেদন ফি চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য ১ হাজার ২ শো ৫৪ টাকা, ‘বি’ ইউনিটের জন্য ৭ শো ২৬ টাকা, ‘ডি’ ইউনিটের জন্য ৯ শো ৯০ এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ১ শো ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএম

রাবি,রাবি ভর্তি পরীক্ষা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close