• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভাইকে ছাড়াতে পুলিশকে লাখ টাকা ঘুষের প্রস্তাব আ. লীগ নেতার

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫০
সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোয়াইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর ছোট ভাই আজিজুল হক ভুট্টোকে গ্রেফতার করে পুলিশ, আর সেই ভাইকে ছাড়াতে পুলিশকে উৎকোচের প্রস্তাব দেবার অভিযোগ উঠেছে সামসুদ্দিন মিন্টুর নামে।

শুক্রবার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের খড়ারচর এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে আনার পরেরদিন শনিবার দায়িত্বরত এসআইকে ১ লাখ টাকা উৎকোচের প্রস্তাবনা দেন আজিজুলের ভাই ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মিন্টু। তবে, এ প্রস্তাব প্রত্যাখান করে থানা আসামিকে থানা হেফাজতে নেয় পুলিশ।

এসআই লিটন দাস জানান, আজিজুল হক সানলাইফ ইন্সুরেন্সের একটি শাখায় জিএম হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন। এরপর সে পামওয়েল চাষের নাম করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাতিয়ে নেয় প্রায় ৭০ লাখ টাকা।

এ ঘটনায় পাওনাররা আদালতে মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে শুক্রবার রাতে এসআই লিটন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

তাকে ছাড়িয়ে নিতে পরেরদিন শনিবার আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ওই এসআইকে উৎকোচ নেয়ার প্রস্তাব দেয়।

তবে, এ বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

-একে

ঘুষ,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close