• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কঠিন সময় চলছে, ইচ্ছে করলেই সবকিছু বলা যাবে না: রুহুল আমীন

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২১
সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি বলেছেন, এখন কঠিন সময় চলছে, ইচ্ছে করলেই সবকিছু বলা যাবে না।

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রুহুল আমীন হাওলাদার বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে হাওলাদার। তিনি আরও বলেন, দেশে এখন কঠিন সময় চলছে, ইচ্ছে করলেই সবকিছু বলা যাবে না। সরকার আসে সরকার যায়, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। লাঙলে ভোট দিন, আমরা শান্তি দেব, শান্তির নীড় উপহার দেব।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে অন্যায় অবিচার চলবে, কিন্তু প্রতিবাদ করা যাবে না; প্রতিবাদ করলেই মামলার ভয় দেখানো হয়। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, নানা সমালোচনা হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে। কিন্তু কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়নি।

জেলা জাপার সভাপতি পীর ফজলুর রহমান মিসবাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি, ব্যারিস্টার ইয়াহিয়া চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদসহ জেলা জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

রুহুল আমীন,সুনামগঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close