• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রদর্শনীর আগেই হল থেকে নামানো হলো ‘জান্নাত’

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪
শাতক্ষীরা সংবাদদাতা

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার সাতক্ষীরার প্রদর্শনীটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ধর্মপ্রাণ মুসল্লিদের অভিযোগে প্রদর্শনীর আগেই হল থেকে সিনেমাটি নামানো হয়েছে। এই বিষয়টি জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জঙ্গিবাদবিরোধী এই সিনেমাটি ‘সঙ্গীতা’ সিনেমা হলে প্রদর্শনের কথা ছিল।

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আজ থেকে ছবিটি সাতক্ষীরার ‘সঙ্গীতা’ হলে প্রদর্শন করার কথা ছিল। কিন্তু সেখানে স্থানীয় কয়েকজন মুসল্লিদের বাধার মুখে ছবিটি প্রদর্শন করতে পারছে না হল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি।’

ছবিটির বিষয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে মানিক বলেন, ‘আমাদের এই জান্নাত ছবির মাধ্যমে ইসলাম ধর্মের কিংবা অন্য কোনও ধর্মকে ছোট করার কোন প্রয়াস রাখি নাই। কোনও ধর্মের প্রতি কোনও ধরনের বৈষম্য সৃষ্টি হবে এমন কোনও বিষয় এই ছবিতে নেই।’

তিনি আরও বলেন, ‘যারা ধর্মের নামে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়, নিজেদের স্বার্থ উদ্ধার করে, তাদের নিয়ে এই ছবি। এই ছবিতে আমি দেখাতে চেয়েছি একজন সাধারণ মানুষকে কীভাবে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হয়।’

গেল ঈদুল আযহায় মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবি জান্নাত। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

/এসএফ

সাতক্ষীরা,জান্নাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close