• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ফেসবুক লাইভে বিয়ে করলেন তারা

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১
ময়মনসিংহ প্রতিনিধি

পাত্র ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ মাইন উদ্দিন ফকির। তার প্রথম স্ত্রী মারা গেছেন। সংসারে এখন পাঁচ ছেলে-মেয়ে রয়েছেন। রয়েছে নাতি-নাতনিও।

আর পাত্রী কাতলামারী গ্রামের ৬০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুন। তারও প্রথম স্বামী মারা গেছেন। সংসারে রয়েছেন দুই ছেলে-মেয়ে। আছে নাতি-নাতনিও।

স্ত্রী হারা মাইন উদ্দিন ফকির এবং স্বামী হারা বৃদ্ধা সাহেরা খাতুন বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিয়ে করেন। বিয়ের আয়োজন করা হয় পাত্রী সাহেরা খাতুনের বাড়িতে। এক লাখ এক টাকা টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

কাতলামারী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী ও আলীম উল্লাহ জানান, মাইন উদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকে পাত্রীর বাড়িতে উপস্থিত হন। এ সময় কেউ কেউ এই বিয়ের অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। ফেসবুকে লাইভ হয় বিয়ের পুরো অনুষ্ঠান। অনেকে পাত্র-পাত্রীর সঙ্গে সেলফি তোলে ফেসবুকে ছবি দেন।

/এসএম

ফেসবুক,ময়মনসিংহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close