• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদুল আজহার দিন ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, ওড়ানো হল আইসিস পতাকা

প্রকাশ:  ২২ আগস্ট ২০১৮, ২১:০৯
আন্তর্জাতিক ডেস্ক

কুরবানি ঈদেও ব্যতিক্রমী নয় উপত্যকা ৷ ঈদের নমাজ শেষ হতে না হতেই কাশ্মীরে বইল রক্ত ৷ উড়ল আইসিস ও পাকিস্তানের পতাকা ৷ সন্ত্রাস হামলায় শহিদ হলেন এক পুলিশকর্মী ৷ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে হামলা চালায় ISIS মদতকারীরা ৷

বুধবার ঈদে নমাজ শেষে ফেরার পথে জঙ্গিদের গুলিতে শহীদ হন এক পুলিশকর্মী ৷ মৃতের নাম ফৈয়াজ আহমেদ ৷ঈদের ছুটিতে থাকা ৩৪ বছরের পুলিশকর্মীকে নৃশংসভাবে খুন করে সন্ত্রাসবাদীরা ৷

সম্পর্কিত খবর

    এতেই শেষ নয়, উপত্যকার অন্যপ্রান্তে ছড়ায় উত্তেজনা ৷ শ্রীনগর ও অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ISIS জঙ্গি ও মদতকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ ৷ সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত ছবিতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের হাতে রয়েছে পাকিস্তান ও আইসিস-এর পতাকা ৷ সূত্রঃ নিউজ ১৮

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close