• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোরবানির ঈদ উদযাপনে আফগান প্রেসিডেন্টের অস্ত্রবিরতি

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ২১:৩৭
আর্ন্তজাতিক ডেস্ক

ঈদুল আজহা উদযাপনে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সোমবার থেকে তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছেন। দেশটির কৌশলগত শহর গজনিতে লড়াইয়ে ব্যাপক প্রাণহানির পর এ অস্ত্রবিরতির ঘোষণা আসল।

পাঁচদিনের ওই অবরোধে অন্তত দেড়শ সেনা ও ৯৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান সেনাদের সমর্থনে মার্কিন বাহিনী যোগ দিলে ভারী অস্ত্রসজ্জিত বিদ্রোহীরা পিছু হটে।

কাবুলে আফগান স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আশরাফ ঘানি বলেন, আগামী কাল থেকে শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতি শুরু হবে। তালেবান যতদিন এটা রক্ষা করবে ও সম্মান জানাবে, ততদিন চলবে।

তিনি বলেন, স্থায়ী ও সত্যিকার শান্তির জন্য আফগানদের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে তালেবান নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

গজনির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী তিন মাস এই শর্ত সাপেক্ষ অস্ত্রবিরতি চলবে। তবে ঈদ উপলক্ষে এ অস্ত্রবিরতি তালেবান গ্রহণ করেছে কিনা তা এখনো পরিষ্কার না। দেশটিতে মঙ্গলবার থেকে ঈদ উদযাপন শুরু হবে।

এক বিবৃতিতে তালেবান বলেছে, তারা আফগানিস্তানের অর্ধেকটা নিয়ন্ত্রণ করছেন।

বিদ্রোহীদের বিরুদ্ধে আফগান বাহিনীর লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে বিস্ফোরণ, আত্মঘাতি হামলা ও সংঘর্ষে এক হাজার ছয়শ বেসামরিক লোক নিহত হয়েছেন। গত একদশকে এটাই সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা।

আশরাফ ঘানির অস্ত্রবিরতি তালেবানের মধ্যেই সীমিত। অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে এতে রাখা হয়নি।

ঈদুল আজহা,আশরাফ ঘানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close