• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গোবিন্দগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ১০

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ০২:৫২
গাইবান্ধা প্রতিনিধি
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনা পরিবহণের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে পড়ায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় বাসে থাকা যাত্রী ও ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে এনা পরিবহণের এসি বাসটি কোমরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি মহাসড়ক ঘেষে দোকানের ভিতর ঢুকে পড়ে। এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাসের যাত্রী ও ব্যবসায়ীসহ ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

-একে

এনা পরিবহন,বাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close