• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের ব্যাপক উত্থান

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৫:৩৩ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ২৩১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৪৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

ওএফ

সূচক,লেনদেন,মূল্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close