• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাবুলে কোচিং সেন্টারে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ২২:৩৮
আর্ন্তজাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে হতাহতের এই সংখ্যা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পুলিশ বলছে, আত্মঘাতী বোমা হামলাকারী যখন পায়ে হেঁটে ওই এডুকেশন সেন্টারে প্রবেশ করে বোমার বেল্টের বিস্ফোরণ ঘটায়, তখন সেখানে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছিল।

নিহতদের বেশিরভাগেরই বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

তালেবান বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

কাবুলের শিয়া প্রধান এলাকা গত কয়েক সপ্তাহ তুলনামূলকভাবে শান্ত থাকার পর আবার সেখানে এমন হামলা হলো। কথিত ইসলামিক স্টেট (আইএস) সেখানে আগের আত্মঘাতী হামলাগুলোর দায় স্বীকার করেছিল।

স্থানীয় শিয়া সম্প্রদায়ের নেতা আবদুল হোসেন হোসেনজাদা আলজাজিরাকে বলেন, হামলাকারী ওই কোচিং সেন্টারে হামলা চালায়, যেখানে তরুণ-তরুণীরা একসঙ্গে পড়ছিল।

আফগানিস্তান,বোমা বিস্ফোরণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close