• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম মুসলিম নারী

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ২০:৩৭
আর্ন্তজাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় চলমান বর্ণবাদ বিতর্কের মধ্যেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম নারী সিনেটর হিসেবে যোগ দিয়েছেন মেহরিন ফারুকি। তার জন্ম পাকিস্তানে।

সিনেটর হওয়ার পর এক গনমাধ্যমকে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আমাদের এ বৈচিত্র্যর জন্য আরো শক্তিশালী হবে।”

বুধবার (১৫ আগস্ট) নিউ সাউথ ওয়েলসের গ্রিনস পার্টির এমপি হিসাবে সিনেটের একটি শূন্য আসনে নিযুক্ত হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার আরেক নতুন সিনেটর ফ্রেশার অ্যানিং অভিবাসন নিয়ে ‘চূড়ান্ত একটি সমাধানে’ আসার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়ে নিন্দার ঝড়ের মুখে পড়ার সময়েই মেহরিন ফারুকি মুসলিম নারী সিনেটর হলেন।

আগামী সপ্তাহেই শপথ নেবেন ফারুকি। তিনি সিনেটর ফ্রেশার অ্যানিংয়ের একজন ঘোর সমালোচক।

মঙ্গলবার পার্লামেন্টে অ্যানিংয়ের প্রথম বক্তব্যের সমালোচনায় ফারুকি বলেন, “ঘৃণা আর জাতিবিদ্বেষ উগরে দিয়ে তিনি লাখো অস্ট্রেলিয়র মুখে থুতু ছিটিয়েছেন।”

তিনি আরো বলেন, “আমি একজন মুসলিম অভিবাসী। আমি সিনেটর হচ্ছি। ফ্রেশার ম্যানিং তো এখানে কাঁচকলাটাও করতে পারবেন না।”

১৯৯২ সালে পরিবারের সঙ্গে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন ফারুকি।

২০১৩ সালে রাজ্য পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথম একজন মুসলিম নারী হিসাবে দেশটির রাজনৈতিক অঙ্গনে পদার্পন করেন।

সূত্র- বিবিসি।

অস্ট্রেলিয়া,সিনেটর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close