• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিকেলে রামপুরা-বাড্ডা-হাতিরঝিলে যানচলাচল নিয়ন্ত্রণ

প্রকাশ:  ২৮ জুলাই ২০১৮, ১২:৩৭ | আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানী বাড্ডা-রামপুরা এলাকার দীর্ঘদিনের যানজট ভোগান্তির অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে প্রগতি সরণির ইউলুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেল ৫টায় বহু প্রতিক্ষীত এই ইউলুপের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে বিকেল ৩টা থেকে রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্পর্কিত খবর

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

    গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই ২০১৮, শনিবার বিকাল ৫টায় বাড্ডা ইউলুপ উদ্বোধন করবেন। এই উদ্বোধন উপলক্ষে বিকাল ৩টা হতে রামপুরা টিভি ভবন এলাকা থেকে বাড্ডা ইউলুপ এবং সমগ্র হাতিরঝিল এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।'

    ২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজ শুক্রবার চূড়ান্তভাবে শেষ হয়। ইউলুপটির দৈর্ঘ্য ৪৫০ মিটার ও প্রস্থ ১০ মিটার।

    /এসএম

    বাড্ডা ইউলুপ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close