• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

৫ কোটি টাকা নিয়ে উধাও ‘এনডিএস’এনজিও

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১২:১৫
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে এক এনজিও গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা। মাত্র ২ সপ্তাহ আগে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার এশটি বাড়ির ৪র্থ তলা ভাড়া নিয়ে ওই এনজিও কার্যক্রম শুরু হয়। শনিবার লোভনীয় অংকের ঋণ দেয়ার কথা বলে তার দু’দিন আগেই লাপাত্তা দেয় ওই এনজিও’র কর্মকর্তারা। সর্বস্ব হারিয়ে হাজারো বিক্ষুব্ধ গ্রাহকরা এর বিচার দাবি করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহ দু’য়েক আগে এনডিএস নামে নাম সর্বস্ত ওই এনজিও কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকায় অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা খাদেমুল ইসলামের চারতলা বাড়ির নিচ তলায় ভাড়া নেয়। ঋণ কার্যক্রম শুরু করে তারা। ১০ হাজার টাকা জমা দিলে দেয়া হবে এক লাখ টাকা, ২০হাজার টাকায় দু’লাখ, টাকার অংক বাড়লে ঋণের পরিমানও বাড়ানো হবে এমন সব লোভনীয় অফারে হুমড়ী খেয়ে পড়েন কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলার সহশ্রাধিক মানুষ।

শনিবার গ্রাহকদের ঋণ দেবার কথা ছিল। সেই অনুযায়ী গ্রাহকরা সকাল থেকেই ভীড় জমান হাউজিংয়ের ওই বাড়িতে। কিন্তু গ্রাহকরা দেখতে পান এনডিএস নামে ওই বাড়ির নিচ তলায় ঝুলছে তালা। এমন সংবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা।

শহরের থানাপাড়া এলাকার যুবক শুভ দিয়েছেন ৬০ হাজার টাকা। ৬লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এরকম সহশ্রাধিক গ্রাহক ততক্ষণে হাজির ওই বাড়ির সামনে। তারা বাড়ির মালিকের সাথে কথা বলতে চাইলেও মালিক কথা কোন সদুত্তর দেয়নি। উল্টো পুলিশ দিয়ে হয়রানীর হুমকী দেয় মালিক।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গ্রাহকদের উচিৎ ছিল এনজিও সম্পর্কে খোঁজ খবর নিয়ে লেনদেন করা। কিন্তু সেটি তারা করেনি। একই সাথে বাড়ি মালিকও ভাড়াটিয়াদের সম্পর্কে না জেনে বাড়ি ভাড়া দিয়েছে। প্রকৃত ঘটনা আসলে কি তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এনজিও কর্মকর্তাদের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

ওএফ

কুষ্টিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close