• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতুড়ে চিকিৎসকের দ্বারা ধর্ষণের শিকার রোহিঙ্গা শিশু

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১০:৪৮
কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফের লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ১০ বছরের এক শিশুকে চিকিৎসা দেয়ার নামে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক হাতুড়ি ডাক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে। সে নওগাঁ সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ওষুধের জন্য হাতুড়ে হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে সে দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ও ধর্ষককে গণপিটুনি দেয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক বিবেকান্দ দেবনাথের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে একই দিনে মামলা রুজু করেছেন।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর দায়ের করা মামলায় আটক ধর্ষককে আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

/পি.এস

কক্সবাজার,ধর্ষণ,রোহিঙ্গা শিশু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close