• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে আমদানি হলো ৫০ জোড়া মহিষ

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ১৯:৪৯
বেনাপোল প্রতিনিধি

দুগ্ধ উৎপাদনের জন্য ভারত থেকে উন্নতমানের ১শ’ টি মহিষ আমদানি করেছে বাংলাদেশের ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল ।

বৃহস্পতিবার বেলা ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মহিষগুলো।

ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন’ ভারতের হরিয়ানা প্রদেশ থেকে মহিষগুলি দুগ্ধ উৎপাদনের জন্য আমদানি করা হয়েছে। মহিষগুলোর মূল্য ৮২ হাজার ২২৫ ডলার যা বাংলাদেশি টাকায় ৬৭ লাখ ৪২ হাজার ৪৫০ টাকা। আজই মহিষগুলো কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় নেওয়া হবে।

ভারতের কোলকাতার জেকে এন্টার প্রাইজের ব্যবস্থাপক দিপক দাস বলেন, হরিয়ানা প্রদেশ থেকে বাংলাদেশে মহিষগুলো পৌঁছাতে তিনদিন সময় লাগল।

তিনি বলেন, আমাদের ব্যবসায়িক ফার্ম বাংলাদেশসহ বিভিন্ন দেশে গরু, মহিষ, ঘোড়া রপ্তানি করে থাকে।

ওএফ

বেনাপোল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close