• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবি ক্যাম্পাসে এখন কথা বলাই ঝুঁকিপূর্ণ, দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৮, ০০:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক হেনস্থা ও শিক্ষার্থী লাঞ্ছনা ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মিছিলের কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। তবে উপ-উপাচার্য বলছেন, কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং এরপরেও অভিযোগ পেলে প্রয়োজনে আরও ব্যবস্থা নেয়া হবে। খবর বিবিসি বাংলার।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কিছুদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক হামলার শিকার হয়েছে আন্দোলনকারীরা, এবং তাদের সংহতি জানানো শিক্ষকরাও। এর বাইরেও সাধারণ শিক্ষার্থীদেরও নানাভাবে নিগ্রহের ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থীকে সূর্যসেন হলে হেনস্থার ঘটনার প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ থেকে ৭২ ঘন্টার ক্লাস বর্জনের ডাক দেয় বিভাগের শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর

    সমাবেশে একজন শিক্ষার্থী তার বক্তৃতায় বলেন, "আমরা যারা এ মানববন্ধন করছি, নিপীড়নের প্রতিবাদ করছি, বিশ্ববিদ্যালয়ের শান্তি ও নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছি তাদের সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে"।

    যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সাময়িক ব্যবস্থাও নেয়া হয়েছে তিনজনের বিরুদ্ধে কিন্তু একই ধরনের উদ্বেগ দেখা গেছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close