• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুহায় আটকেপড়াদের চার জন থাইল্যান্ডের নাগরিক নন

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১০:৫৯
আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের দুর্গম অঞ্চলের একটি গুহায় ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকেপড়ার ঘটনা কারও অজানা নয়। তাদের উদ্ধারের ঘটনাটি বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি।

উদ্ধারের পরপরই তাদেরকে রাশিয়ায় চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে ফিফা। এছাড়া আগামী মৌসুমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের নামী ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

তবে অবাক করার ঘটনা হলো, আটকে পড়াদের মধ্যে ২৫ বছর বয়সী কোচ এবং তিন কিশোর দেশটির নাগরিকই নন। তারা দেশটিতে থাকা ঠিকানাহীন লোক। থাইল্যান্ডে ঠিকানাহীনভাবে বসবাস করা এমন লোকের সংখ্যা পাঁচ লক্ষাধিক। তাদের কোনও দেশের নাগরিকত্ব নেই। থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ফুটবল দলটির কোচ এক্কাপল চান্টাওংসহ তিন কিশোর ডুল, মার্ক ও টি-এর নাগরিকত্ব নেই।

উদ্ধার করার পরে এক ডুবুরি বলেছিলেন, ‘ভাবা যায় না, এতগুলো দিন ওই পরিস্থিতিতে থেকেও ওরা কী শান্ত রয়েছে! কী ঠান্ডা মাথা। এত মনের জোর ওরা পেল কোথা থেকে!’

এর সমস্ত কৃতিত্বই কোচকে দিতে চান থাইল্যান্ডের মানুষ। তাদের কথায়, ‘ও শক্ত না থাকলে, এই অসাধ্য সাধন হত না।’ তবে শেষ পর্যন্ত ওই চারজনকে থাইল্যান্ড সরকার নাগরিকত্ব দেবে কি না তা এখনও জানা যায়নি।

/এসএম

থাইল্যান্ড,গুহা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close