• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক রয়েছে আগের মতোই’

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ১৬:৫৫ | আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:৪০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক অতীতের মতোই রয়েছে, কোনও পরিবর্তন হয়নি।

বুধবার (১১ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরও বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক অতীতের মতোই আছে, এতে কোনও পরিবর্তন আসেনি।

গণমাধ্যমকর্মীরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কাছে সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে জানতে চাইলে তিনি কোনও জবাব দেননি।

উল্লেখ্য, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত কয়েকদিন ধরে অত্যন্ত সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্টের অবস্থান তুলে ধরছেন।

এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা গেছে। অনেকে এটি প্রকাশও করেছেন। ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজকের বৈঠকটি হতে পারে এবং সেখানে সরকারের তরফে কোনো বার্তা দেয়া হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক কোন সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

বাংলাদেশ,যুক্তরাষ্ট্র,মার্শা বার্নিকাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close