• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘জেলও নাকি আমার জন্য নিরাপদ নয়’

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৮, ২২:৪৫
তসলিমা নাসরিন

জুন, ১৯৯৪ সাল। আত্মগোপন অবস্থায় আমি। খালেদা জিয়ার সরকার আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর আত্মগোপন করার পরামর্শ দিয়েছিলেন লইয়ার। কারণ পুলিশ তো নয়ই, জেলও নাকি আমার জন্য নিরাপদ নয়, ধর্মান্ধ কয়েদিরা আমাকে খুন করতে পারে।

কেন গ্রেফতারি পরোয়ানা? আমার লেখা ধর্মান্ধ গোষ্ঠীর মনে আঘাত দিয়েছিল, তাই সরকার আমার বিরুদ্ধে মামলা করেছিল, সে কারণে। ধর্মান্ধরা ঢাকা শহরে প্রায় প্রতিদিন মিছিল করছিল আমার ফাঁসির দাবিতে। মিছিলে দশ এমনকী পঞ্চাশ হাজারও লোক হতো। আমি অন্তরীণ থাকা অবস্থায় সারা দেশ থেকে ঢাকায় আসার জন্য লং মার্চ করেছিল মোল্লারা,মানিক মিয়া এভিনিউতে জনসভা হয়েছিল চার লক্ষ লোকের। একটিই দাবি, তসলিমার মৃত্যুদণ্ড চাই।

পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না, মোল্লারা ঘোষণা করে দিয়েছে, বাড়িতে বাড়িতে ঢুকে আমাকে খুঁজবে ওরা। আমাকে পেলে আইন নিজের হাতে তুলে নেবে। আমি কি সে কারণেই উদ্বিগ্ন? চোখে মুখে কি ভয় আমার?

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

-একে

তসলিমা নাসরিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close