• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ সরানোর দাবি তসলিমার

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ১৯:০৪ | আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই ভারতের কলকাতায় রয়েছেন। সোমবার (২ জুলাই) কলকাতার বিমানবন্দরে রানওয়ের মাঝে থাকা মসজিদ অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। দুপুরের দিকে এক টুইটে তিনি এই দাবি করেন।

টুইটারে তিনি লেখেন, কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে মসজিদ থাকার কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়। তাই পুলিশের উচিত তা দ্রুত সরিয়ে দেওয়া।

এরআগে তীব্র প্রতিবাদের মুখে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনে থেকে দেবতাস্বরূপ সিঁদুর লাগানো পাথর সরিয়ে ফেলা হয়। সেই ঘটনাকে হাতিয়ার করেই এমন দাবি তুলেছেন তসলিমা নাসরিন।

সেই ঘটনা নিয়ে সোমবার (২জুলাই) তসলিমা টুইটে লেখেন, 'কিছু মানুষ কয়েকটি পাথরের টুকরোর মধ্যে সিঁদুর মাখিয়ে তা একাডেমি অব ফাইন আর্টসের সামনের গাছের তলায় রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটা মন্দির নির্মাণ। পুলিশ সেই পাথরের টুকরোগুলো সরিয়ে দেয়। কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে যে মসজিদ রয়েছে পুলিশের সেটাও সরিয়ে দেয়া উচিত। ওই মসজিদের কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়।'

আরকে

বাংলাদেশ,তসলিমা নাসরিন,মসজিদ,টুইটার,কলকাতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close