• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হোয়াটসঅ্যাপে আসছে স্টিকার

প্রকাশ:  ২৭ জুন ২০১৮, ১১:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

বার্তা বিনিময়ের সময় মনের ভাব প্রকাশে উপযোগী বিভিন্ন স্টিকার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। তবে চাইলেই যেকোনো স্টিকার ব্যবহার করা যাবে না, ‘স্টিকারস ভিউ’ অপশনে থাকা স্টিকার থেকে বেছে নিতে হবে। এরই মধ্যে অ্যানড্র্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করছে মেসেজিং সেবাটি। বর্তমানে বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় জিআইএফ ও ইমোজি ব্যবহার করে মনের ভাব প্রকাশের সুযোগ মিলে থাকে।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের জন্য নতুন অ্যাপ তৈরির ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ জন্য মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে কাজও করছে ফেইসবুকের মালিকাধীন মেসেজিং সেবাটি। উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য নিজেদের অ্যাপ নিয়মিত হালনাগাদ করলেও এবারই প্রথম কম্পিউটার উপযোগী পূর্ণাঙ্গ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

/এসএম

হোয়াটসঅ্যাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close