• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

হারের সংবাদ পরিবেশনের আগে এক মিনিট নীরবতা!

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১২:৫৫
স্পোর্টস ডেস্ক

শোকের প্রতীক হিসেবে পালন করা হয় এক মিনিট নীরবতা। আত্মার সম্মানে, শ্রদ্ধায় নত হয়ে করা হয় স্মরণ। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের দুঃখটা অনেকের কাছেই প্রিয়জন হারানোর মতোই শোকের। আর্জেন্টিনার টিওয়াইসি টেলিভিশন চ্যানেলে আর্জেন্টিনার হারের সংবাদ পরিবেশন করা হয় এক মিনিট নীরবতা পালনের পর।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

খবর পাঠক ৬০ সেকেন্ড নীরব থাকার পর পাঠ করেন দুঃসংবাদটি। টিওয়াইসি চ্যানেলে ফুটবল বিশ্বকাপ নিয়ে চলছে নানা আয়োজন। খেলার পরবর্তী আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত ছিলেন আলোচক ফুটবল পণ্ডিতরা।

তাঁদের সঙ্গে নিয়েই এক মিনিট নীরবতা পালন করেছেন অনুষ্ঠানের উপস্থাপক, সেই সঙ্গে দর্শকদেরও আহ্বান জানিয়েছেন নীরবতা পালনে অংশ নিতে। এই এক মিনিট উপস্থাপকের মুখে ছিল বিষাদের কালো ছায়া। সূত্র: ডেইলি মেইল

/এসএম

নীরবতা,খেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close