• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দুদকে নতুন কমিশনার

তালিকায় ৪ সাবেক সচিব ২ সাবেক সেনা কর্মকর্তা

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১০:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার পদে মনোনয়ন পেতে সাবেক চার সচিব ও দুই সাবেক সেনা কর্মকতার নাম শোনা যাচ্ছে। তাঁদের কেউ কেউ মনোনয়ন পেতেও চেষ্টা করছেন। নতুন কমিশনারের মনোনয়ন তালিকায় আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। তিনি আগামী ২ নভেম্বর অবসরে যাবেন। এরপর রয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল মিয়া, দুদকের সাবেক সচিব আবু মো. মোস্তফা কামাল ও সাবেক আইজিপি ও যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ। এ ছাড়াও দুদকের সাবেক দুই মহাপরিচালকের নামও আলোচনায় রয়েছে। তারা হলেন কর্নেল (অব.) হানিফ ইকবাল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাহউদ্দিন আহমেদ।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

পাঁচ বছরের মেয়াদ পার হওয়ায় আগামী ২৫ জুন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ কমিশন থেকে বিদায় নিচ্ছেন। ওই শূন্য পদটি পূরণের জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে।

দুদক আইন অনুযায়ী কমিশনারের ওই পদটি পূরণের জন্য কমিটি দুজন যোগ্য, দক্ষ ব্যক্তির নামসহ প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি ওই দুজনের মধ্য থেকে পাঁচ বছর মেয়াদের জন্য একজনকে কমিশনার নিয়োগ দেবেন।

বাছাই কমিটির অন্য চার সদস্য হলেন, হাই কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আবুল ফয়েজ মো. আবিদ, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও মন্ত্রিপরিষদ বিভাগের অবসরপ্রাপ্ত সচিব এম আবদুল আজিজ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

/এসএম

দুদক,নতুন কমিশনার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close