• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কম্পিউটার গেমের নেশা 'মানসিক রোগ'!

প্রকাশ:  ১৯ জুন ২০১৮, ১০:৪৩
পূর্বপশ্চিম ডেস্ক

কম্পিউটারে গেম খেলার আসক্তিকে মানসিক রোগ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১১তম 'ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস' (আইসিডি)-তে একে 'গেমিং ডিজঅর্ডার' হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ডব্লিউএইচও এ সংক্রান্ত খসড়া দলিলে এই আসক্তিকে বর্ণনা করা হয়েছে এমন এক ধরণের আচরণ হিসেবে, যা জীবনের আর সব কিছুর আকর্ষণ থেকে একজনকে দূরে সরিয়ে নেয়। বিশ্বের কিছু দেশে গেমিং আসক্তিকে ইতোমধ্যে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রিটেনেসহ কিছু দেশে ইতোমধ্যে এর চিকিৎসার জন্য 'প্রাইভেট এডিকশন' ক্লিনিকও রয়েছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ডব্লিউএইচও সর্বশেষ আইসিডি তৈরি করেছিল। চলতি বছরই নতুন গাইডলাইনটি প্রকাশিত হবে। গেমিং আসক্তিকে কখন মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বর্ণনা করা হবে, তার বিস্তারিত থাকছে এই গাইডলাইনে। সূত্র: বিবিসি

/এসএম

কম্পিউটার,গেম,মানসিক রোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close