• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে কারণে উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাকিল খান

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ০৯:৪০
বিনোদন প্রতিবেদক

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপনির্বাচনে চিত্রনায়ক শাকিল খান লড়ছেন এমন খবর প্রকাশ পায় সম্প্রতি। তবে শাকিল খান নিজে গণমাধ্যমকে জানালেন তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি বলেন, 'আমি উপ নির্বাচনে অংশ নেওয়ার সমস্ত প্রস্তুতিই গ্রহণ করেছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বললেন এই ক'দিনের জন্য নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। আমি স্বাভাবিক ভাবেই নেত্রীর কথা মেনে আর নির্বাচন করছি না।'

শাকিল খান আরো বলেন, 'আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত রবিবার আমার পক্ষে ভাগনে শাহরিয়ার নাজিম মনোনয়নপত্র সংগ্রহ করে। এলাকায় আমার প্রচারণাও ছিল বঙ্গবন্ধুর পক্ষে। নেত্রী (শেখ হাসিনা) গতকাল আমাদের সবাইকে যারা নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিতে চেয়েছিলাম ডেকে বললেন প্রার্থী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার। একইসাথে তিনি আমাদের পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। নেত্রীর যেটা সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। কারণ আমার একটাই মার্কা নৌকা।'

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, সম্প্রতি হয়ে যাওয়া খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্পিকারের কাছে সংসদ সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে ১৬ মে তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মে, যাচাই-বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন। বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে হাবিবুন নাহারের পক্ষে মঙ্গলবার (২২ মে) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তালুকদার আবদুল বাকী।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close