• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ডিএমপি'র ইফতার পার্টি বয়কট করলেন সাংবাদিকরা

প্রকাশ:  ১৮ মে ২০১৮, ১৭:০৯ | আপডেট : ১৮ মে ২০১৮, ২৩:২২
নিজস্ব প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র সাংবাদিক আদিত্য আরাফাতকে লাঞ্চিত করার প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়োজিত ইফতার পার্টি বয়কট করেছেন সাংবাদিকরা।

গত বৃহস্পতিবার ডিএমপি'র সহকারি কমিশনার (এসি-ট্রাফিক) আশরাফের কাছে হেনস্তার শিকার হন সাংবাদিক আরাফাত। এ ঘটনার ছবি গণমাধ্যমসহ ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় আমন্ত্রণ পাওয়া স্বত্ত্বেও ডিএমপি’র আয়োজনে শুক্রবারের ইফতার পার্টি বয়কট করেন ক্ষুব্ধ সাংবাদিকগণ।

সম্পর্কিত খবর

    তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং দ্রুত অন্যায়কারীর শাস্তি দাবি করেন।

    সূত্র জানায়, সংবাদকর্মীদের এক ফেসবুক গ্রুপে কথোপকথোনের মাধ্যমে ডিএমপি'র ইফতার পার্টি বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে অনেকেই তাদের ব্যাক্তিগত মতামত স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করতে থাকেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংবাদ কর্মী পূর্বপশ্চিমকে জানান, অসাধু পুলিশ কর্তৃক একের পর এক সাংবাদিক নির্যাতন ও পেশাগত কাজে বাধা প্রদানের প্রতিবাদে আজ ডিএমপি'র ইফতার পার্টি বয়কট করলাম।

    এ ব্যাপারে ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপপিত আবু সালেহ আকন পূর্বপশ্চিমকে জানান, ডিএমপি’র ইফতার পার্টি বয়কট করা এটা আমাদের সাংগঠনিক কোন সিদ্ধান্ত নয়।

    তিনি জানান, দুইজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সাথে দুব্যবহার করার কারণে আমরা পুরো পুলিশ বিভাগের উপর দায় দিতে পারি না। তারা শাস্তি পাবে সেটা অবশ্যই আমরা চাইব। কিন্তু ইফতার পার্টিতে যাদের যাওয়ার ইচ্ছে আছে তারা যাবে। আর যারা যাবে না সেটা তাদের নিজস্ব অভিমত।

    এ ব্যাপারে ডিসি মিডিয়া উইং মাসুদুর রহমান পূর্বপশ্চিমকে জানান, আমাদের ইফতার পার্টিতে যারা আসবে না সেটা তাদের ব্যক্তিগত মত। তবে এ ব্যাপারটা বিভিন্ন সাংবাদিকদের ফেসবুকে স্ট্যাটাস দেখেছি।

    -ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close