• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

শুক্রবার শিল্পকলায় ‘কবিতায় আঁকি জীবন’

প্রকাশ:  ০৩ মে ২০১৮, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক

ইতিহাস, প্রেম, মানবতা আর নারীর একান্ত কিছু অনুভূতিকে ছোঁয়ার বাসনা নিয়ে আগামী শুক্রবার(৪ মে) সন্ধ্যা ৭টায় জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রথমবারের মতো আবৃত্তি প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে সাংগঠনিক কবিতা আবৃত্তির অন্যতম সংগঠন ‘বৈঠক’।

‘কবিতায় আঁকি জীবন’শিরোনামের প্রযোজনায় কবিতার বিমূর্ততায় জীবনের নানা অবয়বকে দেখার চেষ্টা করেছেন বৈঠকের এক ঝাঁক স্বপ্নবিলাসী আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানে যাদের আবৃত্তি মন ছুঁয়ে যাবে দর্শক শ্রোতার । কণ্ঠের যাদুকর হয়ে উপস্থিত থাকবেন আবৃত্তিশিল্পী সালমা শবনম, নাজনীন নাজ, আঞ্জোমোরা মুন্নী, উম্মে হাবিবা শিবলী, আসাদুজ্জামান সাজু ও হাসান মাহাদী লাল্টু।

প্রযোজনাটিতে অগ্রজ কবিদের কবিতার পাশাপাশি সমসাময়িক কবিদের কবিতাও স্থান পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেড এম শফিউল আলম ভুঁইয়া, অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য ও আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন প্রমুখ।

/এজেড

শিল্পকলায়,‘কবিতায় আঁকি জীবন’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close