• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইইউ

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০১৮, ০২:৩৫
আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক অত্যাচারের প্রমাণ পেয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সদস্যরা সেখানে মানবাধিকার লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

সংস্থার শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পর্কিত খবর

    এ বিষয়ে এক বিবৃতিতে ইইউ জানিয়েছে,যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এই ঘটনার তদন্তে বাধা দিচ্ছে এবং দুস্থদের মধ্যে মানবিক সাহায্য প্রদানে বাধা দিচ্ছে, তাদের ওপর সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হবে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে সব সময় জোরালো প্রতিবাদ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে ইইউ মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি এবং প্রশিক্ষণ প্রদান বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়।

    উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close