• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

রানা প্লাজার নিহতদের ভেজা চোখে ফুলেল শ্রদ্ধায় স্মরণ

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০১৮, ০১:১৯ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০১:৩০
নিজস্ব প্রতিবেদক

বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধ্বসে নিহতদের ভেজা চোখে ফুলের শ্রদ্ধায়স্মরণ করা হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনায় জুরাইন কবরস্থান জিয়ারত করেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

রানা প্লাজা ট্র্যাজেডির ৫বছর পূর্ণ হলেও নিহত-আহত পোশাক শ্রমিকরা এখনও ন্যায্য ক্ষতিপূরণ পাননি। মঙ্গলবার দিনভর দিনভর রানা প্লাজা ধ্বসের জায়গায় ক্ষতিপূরণের দাবিতেবিক্ষোভ করেন ট্র্যাজেডির শিকার ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিকরা।মানবসৃষ্ট এ দুর্যোগের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন। তবে বিজিএমইএ নেতারা দাবি করছেন আহতদের সবাইকে পুনর্বাসনসহ নিহতদের সবার পরিবারকেই ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

    এ প্রসঙ্গে বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্থদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। ওই ঘটনায় আহতদের পুনর্বাসনসহ চাকরির ব্যবস্থাও করেছে বিজিএমইএ। এখন আর কেউ এই সহায়তার বাইরে নেই বলে আমরা মনে করি।

    রানা প্লাজা ট্র্যাজেডি পঞ্চম বর্ষপূর্তি ধ্বসে নিহত পোশাক শ্রমিকদের স্মরণে নির্মিত অস্থায়ী মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকল শ্রেণী পেশার মানুষ। নিহত সহকর্মীদের শ্রদ্ধা জানাতে সেখানে আসেন ওই ঘটনা থেকে বেঁচে যাওয়া আহত পোশাক শ্রমিকরাও। বেঁচে থাকার ন্যুনতম প্রয়োজন মেটানোর দাবি জানান তারা পোশাক শিল্প মালিকদের কাছে। এছাড়াও সনাক্ত না হওয়া ২৯১জন পোশাক শ্রমিকের স্বজনও জুরাইন কবরস্থানে নিজেদের প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিহতদের স্মরণে বিজিএমইএ ভবনে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close