• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রেকর্ড গড়া হলো না সাকিবের

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৮, ০২:০৮ | আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০২:১১
স্পোর্টস ডেস্ক

রেকর্ড গড়ার হাতছানি সামনে নিয়ে মাঠে নামলেও সাকিব আল হাসান কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কোনো উইকেট পাননি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো উইকেটশূন্য থাকায় অপেক্ষা বেড়েছে এই অলরাউন্ডারের। বোলিংয়ে তার বিবর্ণ দিনে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে বৃহস্পতিবার মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদকে ১৫ রানে হারিয়েছে পাঞ্জাব।

সম্পর্কিত খবর

    টস জিতে ব্যাট করতে নেমে গেইল ঝড়ে ৩ উইকেটে ১৯৩ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। রান তাড়ায় ৪ উইকেটে ১৭৮ রান করে হায়দরাবাদ। টুর্নামেন্টে এটাই তাদের প্রথম পরাজয়।

    ব্যাট হাতে অবশ্য এদিন সাকিব ছিলেন সফল। তিনি ক্রিজে আসার সময় ২০ বলে হায়দরাবাদের প্রয়োজন ছিল ৬১ রান। সাকিব করেন ১ চার ও ২ ছক্কায় সাকিব ১২ বলে অপরাজিত ২৪ রান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের স্ট্রাইকরেট ২০০, যেটি আজ হায়দরাবাদের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সেরা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close