• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০২০ সালে দেশের বনাঞ্চল ২০ শতাংশে উন্নীত করা হবে : বনমন্ত্রী

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ২০:৫২ | আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০২:৫০
নিজস্ব প্রতিবেদক

বন ও পরিবেশ পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ২০২০ সালের মধ্যে দেশের বিদ্যমান ১২ শতাংশ বনের সম্প্রসারণ করে ২০ শতাংশে উন্নীত করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারওগাঁও বন অধিদপ্তরের হৈমন্তী মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫’ অর্জনে আয়োজিত এক কর্মশালায় আরো বলা হয় একই সময়ের মধ্যে জলাভূমি সুরক্ষার কাজ ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে।

পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সামাজিক বনায়ন সম্প্রসারণের পাশাপাশি পারিবারিক বনায়নের ওপর গুরুত্ব দিতে হবে। রাস্তা-ঘাটসহ যেখানেই পতিত জায়গা পাওয়া যাবে, সেখানেই বনায়ন করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশগুলোর চেয়ে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সামাজিক ও পারিবারিক বনায়ন বাড়ালে এ সংকট মোকাবেলা করা সম্ভব হবে।

    মন্ত্রী বলেন, একটি দেশে স্থলভাগের ২০ শতাংশ বনের আওতায় থাকা প্রয়োজন। কিন্ত বাংলাদেশে রয়েছে ১১ থেকে ১২ শতাংশ। বৈশ্বিক কারণে এবং এসডিজি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বন সম্প্রসারণের বিষয়টিকে অতি গুরুত্বের সাথে বিবেচনায় এনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ড. সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close