• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাজার বছর আগেই ইন্টারনেট আবিষ্কার করে ভারতীয়রা, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১৭:০২ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:০৮
আন্তর্জাতিক ডেস্ক

হাজার বছর আগেই ভারতীয়রা ইন্টারনেট আবিষ্কার করেছিল। এমন মন্তব্য করে হাসির পাত্র হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার সন্ধ্যায় একটি জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসি।

প্রাচীন ভারতীয়রাই যে ইন্টারনেট আবিষ্কার করেছেন—এমন দাবি প্রমাণে বিপ্লব মহাভারত থেকে একটি উদাহরণ টানেন।

সম্পর্কিত খবর

    বিপ্লব বলেন, মহাভারতে থাকা কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ প্রমাণ করে, প্রাচীন ভারতে শুধু ইন্টারনেটই নয়, স্যাটেলাইট প্রযুক্তিও ছিল।

    তবে মুখ্যমন্ত্রীর ওই দাবি অনেকেই গ্রহণ করেননি। এ নিয়ে যোগাযোগের সামাজিক মাধ্যমে ঠাট্টা-উপহাস করছেন অনেক ভারতীয়।

    একজন টুইটারে ঠাট্টা করে লিখেছেন, তাঁর মনে হয়, এখনকার চেয়ে বরং সেই আমলেই ইন্টারনেটের গতি বেশি ছিল।

    ইন্টারনেট নিয়ে বিজেপির মুখ্যমন্ত্রীর দাবিকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

    তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির মন্ত্রী-সাংসদ-নেতাদের অদ্ভুত সব মন্তব্যের ঘটনা নতুন নয়। ২০১৪ সালে মুম্বাইতে চিকিৎসকদের একটি সম্মেলনে মোদি বলেন, প্রাচীন ভারতেও কসমিক সার্জারির ব্যবস্থা ছিল।

    এছাড়া গত সেপ্টেম্বরে দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী সত্যপাল সিং বলেন, উড়োজাহাজের কথা প্রথম পাওয়া যায় প্রাচীন পৌরাণিক কাহিনী রামায়ণে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close