• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গর্ভবতী হয়েও বিদেশ সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১৫:৪০
আন্তর্জাতিক ডেস্ক

আগামী জুনে প্রথম সন্তানের মা হবেন নিউ জিল্যান্ডের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দান। মাতৃত্বজনিত বেশ কিছু সমস্যা সত্ত্বেও তিনি সম্প্রতি বিদেশ সফরে বেরিয়েছেন। বৈঠক করেছেন জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে। অসুস্থতা সত্ত্বেও বেশ প্রাণোচ্ছ্বল দেখা গেছে ৩৭ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধানকে।

গত জানুয়ারিতে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সবাইকে জানান জেসিন্ডা। বিশ্বের প্রথম নির্বাচিত নেতা হিসেবে জুনে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।

সম্পর্কিত খবর

    সোমবার ইউরোপ সফর শুরু হয় জেসিন্ডার। জার্মানি সফরে অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে তিনি কথা বলেছেন সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়া ইস্যুসহ নানা বিষয়ে। বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি।

    জেসিন্ডা এখনো বিয়ে করেননি। চার বছর ধরে তার সম্পর্ক উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে। ক্লার্কও ঘরে থেকে সন্তানকে সময় দেয়ার পরিকল্পনা করছেন। বিয়ে না করার বিষয়ে জেসিন্ডার বক্তব্য, আমরা পরস্পরের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close