• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সেকশন অফিসারকে পিটিয়ে স্থায়ীভাবে বহিষ্কৃত জবি ছাত্রলীগ কর্মী

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৮, ১৯:০১ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০১:৪৪
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আই ই আর) এর সেকশন অফিসার মুস্তাফিজুর রহমান মিলনকে শারীরিকভাবে হামলা করায় জবির সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ( ১১তম ব্যাচের ) রাজিব বিশ্বাসকে (আইডি ই -১৫০৪০৪০৯২) স্থায়ীভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত খবর

    আজ মঙ্গলবার ( ১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , রাজিব বিশ্বাস কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

    উল্লেখ্য যে , গত ২৮ অক্টোবর ২০১৭ তারিখে জবি টিএসসি তে দোকান বসানো নিয়ে নিজেদের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকেও স্থায়ী বহিষ্কার করা হয় রাজিব বিশ্বাসকে।

    আহত শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আই ই আর) সেকশন অফিসার মুস্তাফিজুর রহমান মিলন কে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়ার পর সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close