• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন ছয় সাংবাদিক

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৮, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ছয় সাংবাদিক।

বুধবার (২৮ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

    পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে— প্রথম আবু সালেহ রনি (দৈনিক সমকাল), দ্বিতীয় নেসারুল হক খোকন (দৈনিক যুগান্তর) ও তৃতীয় বিভাষ বাড়ৈ (দৈনিক জনকণ্ঠ)।

    ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে— প্রথম হয়েছেন মাহবুব কবির চপল (এটিএন বাংলা), দ্বিতীয় বদরুদ্দোজা বাবু (মাছরাঙ্গা) ও তৃতীয় এ এস এম জহিরুল ইসলাম (এনটিভি)।

    বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার, দ্বিতীয় জনকে ৪০ হাজার ও তৃতীয় জনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট দেয়া হয়।

    দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া দুদকের কর্মকর্তা ও জুড়ি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। /এ-জেড

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close