• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জুনিয়র ট্রাম্পের ৫ সন্তান কেন? প্রশ্ন তসলিমার

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২২:৩৬ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:৩৫
অনলাইন ডেস্ক

তসলিমা নাসরিন ভারতীয় উপমহাদেশের অন্যতম আপোসহীন নারীবাদী লেখিকা। লেখালেখির জন্য অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার অনেক লেখা ও বক্তব্যের কারণে বিভিন্ন সময় বিতর্কের মুখেও পড়েছেন।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প ও তার স্ত্রী ভানেসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন তসলিমা। পোস্টে জুনিয়র ট্রাম্পের সঙ্গে স্ত্রীর তালাক এবং তাদের পাঁচ সন্তান নিয়ে মন্তব্য করেন এই লেখিকা।

সম্পর্কিত খবর

    টুইটারে তাসলিমা লেখেন, ‘ভেনাসা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চাইছেন।বিষয়টি মোটামুটি বোধগম্য হলো। কিন্তু আমি বুঝতে পারছি না একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত দম্পতির কী করে পাঁচটি সন্তান থাকতে পারে! সম্ভবত তারা খুব ধার্মিক। খ্রিস্টান ধর্মাবলম্বীরা গর্ভপাত এবং গর্ভ নিরোধকের বিরোধী।’

    জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী ভানেসাকে। তাদের পাঁচ সন্তান রয়েছে। তাদের বয়স তিন থেকে দশ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি ট্রাম্প দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।

    শোনা যাচ্ছে, বাবার (প্রেসিডেন্ট ট্রাম্প) সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় ভানেসাকে সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প। আবার শোনা যাচ্ছে, বিতর্কিত টুইট করে বাবাকে সমর্থন করাকে মোটেও মেনে নিতে পারছেন না ভানেসা। তাই বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্ত।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close