• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘বাংলাদেশের কাছে হারলে বিপদ’

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২১:৫৭ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২২:০০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-ভারত লড়াইটা বরাবরই উত্তেজনার। খেলোয়াড়দের পাশাপাশি ভক্ত-সমর্থকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে থাকে বাড়তি উত্তেজনা। নিদাহাস ট্রফিতে ভারত এবার তাদের দলের প্রধান পাঁচজন খেলোয়াড়কে ছাড়াই শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছে। তবুও বেশ ভালোই করেছে রোহিত শর্মার দল।

আজ রোববার সন্ধ্যায় ফাইনালে বাংলাদেশ-ভারত লড়াইয়ে নামছে। বাংলাদেশের বিপক্ষে খেলাটাকে সহজ হিসেবে দেখছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। ফাইনালে কোনোভাবেই বাংলাদেশের বিপক্ষে হারা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর

    এ ব্যাপারে দিনেশ বলেন, ‘আমরা যে দল নিয়েই মাঠে নামি না কেন, বাংলাদেশের বিপক্ষে জিতে গেলে সবাই বাহবা দেয়। উচ্ছ্বসিত হয়ে বলে, বাহ! তোমরা বাংলাদেশের বিপক্ষে জিতে গেছো! আর হেরে গেলে বলে, ওহ, তোমরা বাংলাদেশের কাছে হেরে গেছ! কী করেছ তোমরা? আমার মনে হয় এবারও তার ব্যতিক্রম হবে না।’

    এবারের টুর্নামেন্টে ভারত সবচেয়ে সফল। তারা সফলভাবেই টুর্নামেন্ট শেষ করতে চায়। এ ব্যাপারে এই ব্যাটসম্যান বলেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্টে আমরা সফল। আরেকটি ম্যাচের অপেক্ষায়।ভালো ম্যাচের প্রত্যাশা করছি।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close