• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

তুরস্কের প্রেসিডেন্টের হাতে বাংলাদেশি লেখকের বই

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৮, ২৩:০৯ | আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২৩:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের জীবনী নিয়ে লেখা তরুণ লেখক হাফিজুর রহমানের লেখা 'এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার' প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। এই বইটি ইতিমধ্যে সরাসরি পৌঁছে গেছে এরদোগানের হাতে।

গত মঙ্গলবার এরদোগানের হাতে নিজের লিখা সেই বইটি তুলে দেন বাংলাদেশি সেই তরুণ লেখক হাফিজুর রহমান।

সম্পর্কিত খবর

    তুরস্কের একে পার্টির পার্লামেন্টারি গ্রুপের মিটিংয়ের বিশেষ সেশনে বই তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিম, মন্ত্রিপরিষদের সদস্যরা, একে পার্টির সিনিয়র নেতারা এবং এমপিরা।

    লেখক হাফিজুর রহমান তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে বইটিতে স্থান পাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বইটি বাংলাদেশি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এরদোগানের প্রতি বাংলাদেশিদের আবেগ ও ভালোবাসার কথা জানান তিনি।

    এ সময় ধন্যবাদ জানিয়ে এরদোগান লেখককে বলেন, তোমাকে আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এটার তুর্কি ভার্সন করবা (যাতে আমরা পড়তে পারি), এরপর পারলে আরবি ও ইংরেজিতে অনুবাদ করবা।

    উল্লেখ্য, হাফিজুর রহমান তুরস্কের গাজি ইউনিভার্সিটিতে রাজনীতি ও লোকপ্রশাসন বিভাগে পিএইচডি করছেন এবং ইয়েনি দুনিয়া ভাকফি আনকারা শাখার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কমিশনের সভাপতির দায়িত্বপালন করছেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close