• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রাজাকারের নামে কলেজ সরকারিকরণ, আমাকে বিস্মিত করেছে!

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৫ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৫
ড. অজয় রায়

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় কমর উদ্দিন ইসলামীয়া কলেজ নামে একটি কলেজ জাতীয়করণের প্রস্তাব করা হয়েছে, যা আমাকে বিস্মিত করেছে। কমর উদ্দিন ছিলেন একজন রাজাকার।

বর্তমানে কলেজ টি পরিচালনার দায়িত্বে আছেন তারই ছেলে, এমনকি তিনিও রাজাকার ছিলেন। এটা কখনই করতে দেওয়া উচিত নয়। সেখানকার স্থানীয় জনগণ কি মেরুদ-হীন নাকি?

সম্পর্কিত খবর

    স্থানীয় লোকজনেরই তো প্রতিবাদ করা উচিৎ। কঠোরভাবে বলতে হবে, আপনারা এই নামে এই কলেজ পরিচালনা করতে পারেন না। কলেজ চালাতে হলে নাম পরিবর্তন করতে হবে। স্থানীয় ভাবে প্রতিবাদ না হলে দূর থেকে প্রতিবাদ করে কোন লাভ নেই। এটা শিক্ষামন্ত্রীর নজরে আসা উচিৎ এবং স্থানীয় লোকজনের উচিৎ তারা যেন এই কলেজ বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের উচিৎ আবেদন পাওয়ার সাথে সাথে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা। নইলে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বদনাম হয়ে যাবে। এক্সেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও জরুরি।

    পরিচিতি: শিক্ষাবিদ/মতামত গ্রহণ : মাহবুবুল ইসলাম/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

    সূত্রঃ আমাদের সময়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close